ডিপজল এবার ‘বাংলার হারকিউলিস’

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দুবাই থেকে চিকিৎসা শেষে ফিরেছেন।
কিছুদিন আগে শেষ করেছেন মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ ছবির শুটিং।
এবার নাম ভূমিকায় শুরু করেছেন নতুন ছবি ‘বাংলার হারকিউলিস’।
পুলিশ-থ্রিলার ধাঁচের এই ছবির শুটিং ডিপজলের সাভারের বাড়িসহ বেশ কিছু স্থানে হবে।
ডিপজলের গল্পে ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর।
এতে নায়ক হিসেবে নাদিম ও নায়িকা হিসেব আছেন মৌ খান।
Share
- 18Shares