গাজীপুরে টায়ার কারখানায় বিস্ফোরণে নিহত ৬ : তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে মহানগরীর পূবাইলে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন।

এ ছাড়া ঘটনার সময় কারখানার পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় স্কুলশিক্ষিকা জেবুন নেছা আগুনে দগ্ধ হয়ে মারা যান।

এলাকাবাসী জানান, স্মার্ট মেটাল এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় উচ্চ তাপে পুরনো টায়ার গলিয়ে তেল উৎপাদন করা হয়। টায়ার পোড়ার গন্ধে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।

বিষয়টি পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অফিসকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে নিহতদের প্রত্যেককে দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম।

ওই হতাহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও খবর