চট্টগ্রামে জঙ্গি আস্তানার সন্ধান : অত্যাধুনিক রাইফেল ও গুলিসহ ৩ জেএমবি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : এবার চট্টগ্রামে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

হাটহাজারীর আমানবাজার এলাকার একটি দোতলা বাসায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ১৯০ রাউন্ড গুলি, একটি এমকে ডাবলওয়ান স্নাইপার রাইফেল, ১০টি ডেটোনেটর, বিস্ফোরক উপাদান ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে ডিবি।

শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. বাবুল আক্তার সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে নাঈমকে (২৫), নালাপাড়া থেকে ফয়সালকে (২৫) ও কসমোপলিটন এলাকা থেকে রাসেলকে (২৪) আটক করা হয়। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আটক তিনজনই চট্টগ্রামে জেএমবির প্রধান ফারদিন ওরফে পিয়াসের সহযোগী। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমানবাজার এলাকার ওই বাসায় অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া এমকে ডাবলওয়ান স্নাইপার রাইফেলের নিশানা বিফল হয় না। দেড় হাজার গজ দূর থেকেও নিশানা ঠিক রাখা যায়।