৩ মাসের খাদ্য কেনার রিজার্ভ থাকলেই যথেষ্ট : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি, আমাদের তিন মাসের খাদ্য কেনার যে রিজার্ভ, সেটা থাকলেই যথেষ্ট। তবে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম-বেশি হবেই। কিন্তু নানা লোকজন রয়েছে, যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য ও গুজব করে বেড়ায়।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন উপজেলার ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। এই যুদ্ধ অর্থহীন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে যারা অস্ত্র তৈরি করে, তারাই লাভবান হচ্ছে। আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।

আরও খবর