এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল শনিবার

আলোকিত প্রতিবেদক : ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কার্যক্রম উদ্বোধন করবেন।

এদিকে পরীক্ষার্থীরা টেলিটক নম্বরে প্রি-রেজিস্ট্রেশন করে ঘরে বসেই ফলাফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ড ও রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল চলে যাবে।

আরও খবর