১০ ডিসেম্বর সরকার পতনের আল্টিমেটাম দেওয়া হবে : আমীর খসরু

আলোকিত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ এখন রাস্তায় নেমেছে। সরকার জনরোষ ঠেকাতে প্রশাসনের সহায়তা নিচ্ছে।

তিনি বলেন, এসব করে জনরোষ মোকাবিলা করা সম্ভব হবে না। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সরকার পতনের চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হবে।

বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সাবেক মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জনরোষের ভয়ে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে থাকতে চায়।

আমীর খসরু আরও বলেন, সরকার হত্যা, নির্যাতন, হামলা, মামলার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণই বিএনপির অস্ত্র।

আরও খবর