ভাঙচুরের দায়ে আরামবাগ ক্লাবকে ৩০ লাখ টাকা জরিমানা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে হামলা ও ভাঙচুরের দায়ে আরামবাগ ক্লাবকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২২ ডিসেম্বর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে পুলিশ এসসির কাছে ৩-২ গোলে হেরে মাঠেই উশৃঙ্খল আচরণ করেন আরামবাগের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা।

পরে বিকেলে বাফুফে ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। রক্ষা পায়নি সাংবাদিকদের গাড়িও।

বাফুফে জানায়, বিভিন্ন তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ক্লাবটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরামবাগ ক্লাবকে জরিমানার টাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার আগেই পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের আগামী এক বছর সব ধরনের ফুটবল খেলা নিষিদ্ধ থাকবে।

আরও খবর