বিমানের যাত্রী ইঁদুর : আতঙ্কে ফিরল এয়ার ইন্ডিয়া
ডেস্ক নিউজ : মুম্বাই থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৩১।
ইরান অতিক্রম করার সময় এক যাত্রী অভিযোগ করে বসলেন, তিনি ভেতরে ইঁদুর দেখেছেন।
আর দেরি নয়, মাঝপথ থেকে ফিরে আসে বিমানটি।
বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, অভিযোগের পর দুর্ঘটনার আশঙ্কায় ওই বিমান মুম্বাই ফিরে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুর থাকলে যাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই ধোঁয়া দিয়ে বিমানটি জীবাণুমুক্ত করা হয়েছে।
এর আগে গত জুলাইয়ে নয়াদিল্লি থেকে ইতালি যাওয়ার পথে ইঁদুর আতঙ্কে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান মাঝপথ থেকে ফিরে যায়।