শিকড়ের মত হাত-পা : আবুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত খুলনার পাইকগাছার আবুল হোসেনের চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে রবিবার এ বোর্ড গঠন করা হয়।
বোর্ডের অন্যতম সদস্য ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, আবুল হোসেনের কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা করা হবে।
তিনি আরও জানান, হিউম্যান পারপোরিয়াস ভাইরাসের কারণে এ রোগ হয়। বাংলাদেশে আবুল হোসেনই প্রথম। এর আগে ইন্দোনেশিয়া ও রোমানিয়ায় এ রোগে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে।
২৫ বছর বয়সী আবুল হোসেন প্রায় ১০ বছর ধরে এ রোগে ভুগছেন।
তার হাত-পায়ের তালু ও আঙুল প্রসারিত হয়ে শিকড়ের মত আকার ধারণ করেছে।