ওয়ান ইলেভেনের সময় দলের দায়িত্ব নিয়ে এরশাদকে বাঁচান আনিসুল!
আলোকিত প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ওয়ান ইলেভেনের সময় এরশাদের সঙ্গে পরামর্শ করেই তিনি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ায় এরশাদ গ্রেফতারের হাত থেকে বাঁচেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এরশাদ গত ২৮ ফেব্রুয়ারি শেরপুরে জাতীয় পার্টির সম্মেলনে বলেন, আনিসুল ইসলাম সে সময় আমাকে সরিয়ে অবৈধভাবে দলের চেয়ারম্যান হয়েছিলেন। আমি এক-এগারোর হোতাদের সঙ্গে তারও বিচার দাবি করছি।