জয়দেবপুর রেলস্টেশনে চালকের অসতর্কতায় প্রাণ গেল দরিদ্র শিশুর

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে চালকের অসতর্কতায় এক দরিদ্র শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের নাম মামুন (১২)। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মামুনের বাবা আবুল কাসেম ঢালাইয়ের কাজ করেন। আর তার মা কল্পনা পুরনো বোতলের টোকাই বিক্রেতা।

তারা পূর্ব চান্দনার বারেক হাজির বাড়িতে ভাড়া থাকেন।

শিশুটির বাবা-মা ও রেলওয়ের এক কর্মচারী জানান, সন্ধ্যায় তুরাগ ট্রেন স্টেশনের দক্ষিণ পাশে ইঞ্জিনের বগি ঘোরানোর প্রস্তুতি নেয়। তখন ওই তিন শিশু বগিতে ওঠে।

বগিটি ঘোরানোর সময় ঢাকাগামী দ্রুতযান ট্রেন স্টেশন অতিক্রম করে।

এ সময় তুরাগের চালকের অসতর্কতায় বগিটি দ্রুতযানকে ধাক্কা দেয়।

এতে মামুন বগি থেকে ছিটকে পড়ে মারা যায়। অপর দুজন আহত হয়।

পরে আহতদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও খবর