খালেদা জামায়াতের সাথে থাকায় দেশ হুমকির মুখে : ইনু
আলোকিত প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার ও জামায়াতের সহায়তায় বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তাই খালেদা জিয়া যত দিন জামায়াতের সাথে থাকবেন, তত দিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে।
শনিবার গোপালগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা জাসদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাত বছরে বিস্ময়কর উন্নতি হয়েছে। এ উন্নয়নের সুফল যাতে সবাই পায় সেজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।