টাঙ্গাইলে নিখিল হত্যাকান্ড : জামায়াত নেতাসহ আটক ৩
আলোকিত প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্রকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
নিহতের স্ত্রী আরতী রানী শনিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে পৌর জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন : পৌর জামায়াতের সেক্রেটারি মো. বাদশা, আলমনগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম ও বিএনপির কর্মী ঝন্টু।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান সাংবাদিকদের জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।