জামিনে মুক্তি পেলেন রাজশাহীর মেয়র বুলবুল

আলোকিত প্রতিবেদক : আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বুধবার বিকেল পৌনে চারটার দিকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ সময় তার স্ত্রী রেবেকা সুলতানা সিমিসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম সাংবাদিকদের জানান, মেয়র বুলবুল ১১ মাস পলাতক থাকার পর গত ১৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর তিনি পর্যায়ক্রমে রাজশাহীর আদালত থেকে সাতটি মামলায় ও উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পান।

আরও খবর