দেড় কোটি টাকাসহ ৫ জামায়াত নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক কোটি ৪৭ হাজার টাকাসহ পাঁচ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রামপুরা বনশ্রীর ডি-ব্লকের ১৭ নম্বর বাসা থেকে শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : জামায়াতের রোকন ও প্রধান হিসাবরক্ষক গিয়াস উদ্দিন (৫৫), আমিনুর রহমান (৫৭), আবুল হাসেম (৩২), ওসমান গণি (৪০) ও শাহদুদুর রহমান (৪০)।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দাবি করেন, গ্রেফতারকৃতরা ৫ জানুয়ারি নাশকতার পরিকল্পনা করছিলেন। ওই টাকা দিয়ে বিস্ফোরকের হিসাব করা হচ্ছিল।