গাজীপুরে ছুরি মেরে ডিবির ৩ জনকে জখম
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর শিববাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : এসআই মনিরুজ্জামান, এএসআই সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ।
ডিবির ওসি আমির হোসেন জানান, ওই তিনজন শিববাড়ি এলাকার একটি দোকানে চা পান করছিলেন। এ সময় শরাফত নামের একজন তাদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়।
পরে তারা এগিয়ে পরিচয় দিলে শরাফত ও তার লোকজন তাদেরকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এ সময় পুলিশও আত্মরক্ষায় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
ঘটনাস্থল থেকে শরাফতকে গ্রেফতার করা হয়েছে।