ঢাকায় পাঁচতলা থেকে নবজাতক সন্তান ফেলে দিল হতভাগা মা!
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে জন্ম নেওয়ার পরপরই সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে দিয়েছে এক হতভাগা মা।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী মা (১৬) সাংবাদিকদের জানায়, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সে বেইলি রোডের ২৬ নম্বর বাড়ির পাঁচতলায় গৃহকর্মীর কাজ করে।
নয় মাস আগে সে কুমিল্লায় বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখানে তার দুলাভাই নীরব ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করেন। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে সে ছেলে সন্তান প্রসব করে। এরপর জানাজানির ভয়ে সন্তানটিকে পাঁচতলার ওপর থেকে নিচে ফেলে দেয়।
কিন্তু ভাগ্যক্রমে সন্তানটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে বেঁচে যায়।