যুদ্ধাপরাধী তাহের ও ননীর ফাঁসি
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুরে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
তাহের ও ননীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে চারটি প্রমাণিত হয়েছে।