ঋণখেলাপি মামলা : খালেদাসহ ১৪ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে ঋণখেলাপি মামলায় বিচার কাজ শুরু হয়েছে।
তারেক জিয়ার ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক ২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলাটি করে।
মঙ্গলবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক ফাতেমা ফেরদৌস এ মামলায় ইস্যু গঠন করে সাক্ষীর জন্য আগামী ১ মার্চ তারিখ ধার্য করেছেন।
মামলার অপর আসামিরা হলেন : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া, প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের ছেলে শামস ইস্কান্দার, সাফিন ইস্কান্দার, মেয়ে সুমাইয়া ইস্কান্দার ও স্ত্রী নাসরিন আহমেদ, তারেক জিয়ার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন (বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।