যুদ্ধাপরাধ : ২০০ পাকিস্তানি সেনার নাম প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাবাহিনীর ২০০ সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার স্বাধীনতা হলে সংবাদ সম্মেলন করে ওই তালিকা প্রকাশ করা হয়।
সংগঠনের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আমাদের কাছে আরও কিছু তথ্য-উপাত্ত আছে। সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করব।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাই না। পাকিস্তান কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত আচরণ করছে। আমাদের কাজ হচ্ছে পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের জাগরণ সৃষ্টি করা। এ বিষয়ে সরকারকে সহযোগিতা করা।