শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিকসহ আহত ৩
মিঠুন কুমার দাস : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর শটগানের গুলিতে সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে মেয়রের ভাই হাসিবুল হক পিন্টু মারধর করেন। পরে বিজয় গ্রুপের লোকজন মহাসড়ক অবরোধ ও মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যান।
বাড়ির কাছে গিয়ে কয়েকজন ঢিল ছুড়েন। এ সময় মেয়র তার শটগান দিয়ে গুলি করলে সাংবাদিক শিমুলসহ তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়রের বাসা থেকে পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।