বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ : বললেন খালেদা জিয়া
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ এখন মোটেও ভাল নেই। আন্দোলন সংগ্রাম না থাকলেও নেতা-কর্মীদের ধরা হচ্ছে। যারা জামিন পাচ্ছে তাদের জেলগেটে গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ। এ জন্য তাদেরও বিচার হবে।
মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে আন্দোলনে দলের হতাহত ও ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, এক-এগারোর কথা তিনি নিজেই উঠিয়েছেন। তিনি তাদের শপথে গিয়েছিলেন। বলেছিলেন, এই সরকার তাদের আন্দোলনের ফসল। তিনি তো বাদ পড়তে পারেন না।