রাসিকের ভারপ্রাপ্ত মেয়র নিজামকে ‘অবৈধ’ আখ্যায়িত করে ২২ কাউন্সিলরের সভা বয়কট

আলোকিত প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আযীমকে ‘অবৈধ’ আখ্যায়িত করে ২২ জন কাউন্সিলর সাধারণ সভা বয়কট করেছেন।

সোমবার নগর ভবন মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।

সভা বয়কট করে কাউন্সিলররা রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, গত বছরের ৭ মে রাসিকের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে তিনি আপিল করলে হাইকোর্ট মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন।

পরে সরকার পক্ষ আপিল করলেও হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

অপর এক রিটে গত ৩ মার্চ ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আযীমকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে নিজাম আপিল করলেও গত ২৪ মার্চ তা খারিজ হয়ে যায়।

ফলে আইন অনুযায়ী নিজামের মেয়র পদে থাকা অবৈধ। তিনি একজন সাধারণ কাউন্সিলর।

আরও খবর