সিগারেট-বিড়ি ও জর্দা-গুলের দাম বাড়বে

আলোকিত প্রতিবেদক : সিগারেট-বিড়ি ও জর্দা-গুল স্বাস্থ্যঝুঁকির কারণ হওয়ায় এর ব্যবহার কমিয়ে আনতে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

ফলে এসব পণ্যের দাম আগের চেয়ে বাড়বে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

প্রস্তাবে সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৮ টাকা থেকে বৃদ্ধি করে ২৩ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির বাজারমূল্য ৭ টাকা ৬ পয়সা ও ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য ৭ টাকা ৯৮ পয়সা।

সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাবে ২৫ শলাকার বিড়ির দাম হবে ১০ টাকা ও ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য হবে ১২ টাকার ওপরে।

এ ছাড়া জর্দা ও গুলের ব্যবহার কমাতে বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

আরও খবর