দুদকের মামলায় ২০১৬ সালে সাজার হার ৫১ শতাংশ
আলোকিত প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ২০১৫ সালে মামলায় সাজার হার যেখানে ৩৭ শতাংশ ছিল, ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত এ হার বেড়ে ৫১ শতাংশে দাঁড়িয়েছে। তবে এতেও আমি সন্তুষ্ট নই।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির কাছে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সালে দুদকে মোট অভিযোগ এসেছে ১০ হাজার ৪১৫টি। এর মধ্যে অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে এক হাজার ২৪০টি, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে ১৬৫টি, মামলা হয়েছে ৫২৭টি, পুরনো মামলাসহ চার্জশিট দাখিল করা হয়েছে ৬১৪টি, নিষ্পত্তি হয়েছে ১৮৮টি, সাজা হয়েছে ৬৯টি ও খালাস হয়েছে ১১৯টি।