বিএনপির পদ হারানো মেয়র প্রার্থী তৈমুর বললেন ‘আলহামদুলিল্লাহ’
আলোকিত প্রতিবেদক : দলীয় নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ।
আমি মনে করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন।
তৈমুর আলম বলেন, এখন আমি রিকশাওয়ালাদের তৈমুর, রিকশাওয়ালাদের কাছে ফিরে যাব। ঠেলাগাড়িওয়ালাদের তৈমুর, ঠেলাগাড়িওয়ালাদারের কাছে ফিরে যাব। গণমানুষের তৈমুর, গণমানুষের কাছে ফিরে যাব।
২০১১ সালে ভোটের পাঁচ ঘণ্টা আগে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আজ পর্যন্ত প্রশ্ন করিনি, কেন সরিয়ে দেওয়া হল? এতে জাতির কোন উপকার হয়েছে কি না?
তিনি আরও বলেন, যারা বিএনপিতে ভোট দেন, তারা কি নৌকায় ভোট দেবেন? দলের যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা কি মনে করেন নৌকার প্রার্থীকে পাস করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন?
বিএনপির পরীক্ষিত লোকজন তার সাথেই আছেন। কর্মীদের সাথে সম্পর্ক টুকরো হবে না। তিনি কোন দিন বেইমানি করেননি।