সিরাজগঞ্জে নাশকতা : বিএনপি-জামায়াতের ১৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ১৩ জনকে পাঁচ বছর করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী হরতাল-অবরোধ চলাকালে ২০১৩ সালের ১১ ডিসেম্বর আসামিরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের ফকিরতলা এলাকার বেইলি ব্রিজের তিনটি পাটাতন উপড়ে ফেলে। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া তারা ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

আরও খবর