ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

আলোকিত প্রতিবেদক : চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজের ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহসিন খান ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান।

ফেসবুক লাইভে মহসিন খান বলেছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। এক সময় ভালো ব্যবসায়ী ছিলেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন।

বাবা ও ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করেছেন। কামরুজ্জামান বাবলু নামের এক বন্ধু ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছেন।

আরও খবর