কাপাসিয়ায় ভাল ফলাফলের জন্য ১৩ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল তাজউদ্দীন পাঠাগার

আলোকিত প্রতিবেদক : কাপাসিয়ায় ২০১৫ সালে পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্মাননা দিয়েছে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একুশে বইমেলার সমাপনী দিনে প্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই সম্মাননা তুলে দেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন : কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, ঘাগটিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, বেলাশী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিলন, বীরউজলী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নূরুল হক বিএসসি, তরগাঁও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন, তারাগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ উদ্দিন সরকার, কামরামাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফাইজুল কবির ছিদ্দিকী, লোহাদী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল বারিক ও আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক নূরুল ইসলাম।

এ সময় স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমিসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর