কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের ১ কোটি ৮৪ লাখ টাকা ছিনতাই
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এক কোটি ৮৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এতে বাধা দিতে গিয়ে দুই কর্মচারী আহত হয়েছেন।
পুলিশ জানায়, মানি প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার দায়িত্বে নিয়োজিত। গত রাতে প্রতিষ্ঠানটি নিজেদের গাড়িতে টাকা নিয়ে ব্যাংকের সফিপুরস্থ বুথে যায়। টাকা নামানোর সময় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে দুই ট্রাঙ্ক টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।