শ্রীপুরে ৮ বছরের শিশুকে হত্যা করে লাশ ফেলা হল খালে!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে।
নিহতের নাম শাহীন। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দিনমজুর এমদাদুল হক পরিবার নিয়ে বেতজুরী এলাকার তারা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বুধবার সন্ধ্যার পর শাহীনকে প্রতিবেশী পাপ্পু মিয়া ডেকে নেন।
পরে বেলতলী এলাকার খালে তার মাথায় জখম হওয়া লাশ পাওয়া যায়।
গ্রেফতারকৃত পাপ্পুর বাড়ি দিনাজপুরের হাকিমপুরে। কিছুদিন আগে শাহীনের বাবার সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়।