পঞ্চগড়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১, বিজিবি মোতায়েন

আলোকিত প্রতিবেদক : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত আরিফুর রহমান (২৮) পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রিন্টিং প্রেসের ম্যানেজার ছিলেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বেলা দুইটার পর শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

এতে নয়জন পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, আরিফের মাথায় গুলি লেগেছে। সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষ চলাকালে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২০-২৫টি বাড়ি ও শহরের চারটি দোকানের মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ছাড়া করতোয়া সেতু সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আহমদিয়া সম্প্রদায়কে জলসা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর