রাজশাহীতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ : সাংসদের গাড়ি ভাঙচুর : আহত ৩০

আলোকিত প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।

এ সময় স্থানীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদ ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়।

এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জয়নগর ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদের নেতৃত্বে দেড়-দুই হাজার নেতা-কর্মী মাঠে জড়ো হন।

পরে মজিদ পক্ষের সাথে সাংসদ পক্ষের নেতা-কর্মীদের বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন ও ভাঙচুর করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর