রোজার মাসেও পণ্যের দাম বৃদ্ধি আল্লাহ মাফ করবেন না : বাণিজ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ আপনাদের মাফ করবেন না। আমাদের প্রতিবেশী ভারতে পূজায় পণ্যের দাম কমে, আর এখানে সিয়াম সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে।
রবিবার রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোথাও যদি চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে আমাকে জানান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।