সাভারে ঘুষ না পেয়ে পানিতে চুবিয়ে হত্যা : লাশ নিয়ে মিছিল

আলোকিত প্রতিবেদক : সাভারের আমিনবাজারে ঘুষ না পেয়ে ডিবি পুলিশ একজনকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাম ওয়াহেদুজ্জামান (৪০)।

এ ঘটনার বিচার দাবিতে এলাকাবাসী সোমবার বিকেলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এলাকাবাসী জানান, ঢাকা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই আমিনুলের নেতৃত্বে কয়েকজন সদস্য আমিনবাজারের বেগুনবাড়ী এলাকায় অভিযান চালান। এ সময় ইয়াবা ব্যবসার অভিযোগে ওয়াহেদকে গ্রেফতারের জন্য তার বাড়িতে হানা দিলে তিনি দৌড়ে বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁপ দেন।

পরে ডিবি পুলিশও পুকুরে ঝাঁপ দিয়ে ওয়াহেদকে পানিতে চুবিয়ে চলে যায়।

সোমবার বিকেলে এলাকাবাসী ওই পুকুরে তল্লাশি করে ওয়াহেদের লাশ উদ্ধার করেন।

নিহতের পরিবার সাংবাদিকদের জানায়, এসআই আমিনুল কয়েক দিন আগে ওয়াহেদের কাছে চার লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।

এর আগেও ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে এক লাখ টাকা আদায় করে বলে জানা যায়।

আরও খবর