প্রতিবন্ধীরা সাধারণ ছেলে-মেয়েদের সাথে থাকলে অনেকটা সুস্থ হবে

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সময় প্রতিবন্ধীদের আলাদা রাখলে তারা পুরোপুরি সুস্থ হবে না। সাধারণ ছেলে-মেয়েদের সাথে থাকলে, মেলামেশা করলে অনেকটা সুস্থ হয়ে যাবে। বিভিন্ন দেশে এ রকম ব্যবস্থা দেখেছি।

প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের ভেতরে অনেক মেধা লুকিয়ে থাকে। সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।

এ সময় প্রতিবন্ধীদের কল্যাণে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।