প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে চট্টগ্রামের শহীদ মিনার এলাকায় মহানগর ছাত্রলীগের দুই গ্রুপে ওই সংঘর্ষ হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে কেক কেটে আলোচনা সভা শুরু হয়। সভা চলাকালে বর্তমান মেয়র আ জ ম নাছির গ্রুপের কর্মীরা আধিপত্য নিয়ে মহিউদ্দিন চৌধুরী গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্লাস্টিকের চেয়ার ছোড়াছুড়িতে আহত হয়েছেন কয়েকজন।
সংঘর্ষে লিপ্ত কর্মীরা সরকারি সিটি কলেজ ও এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, সমাবেশে সামনে বসা নিয়ে ছাত্রলীগের জুনিয়র ও সিনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।