কাপাসিয়ায় জুনের মধ্যে শত ভাগ বিদ্যুৎ : রিমি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার উজলী দীঘিরপাড়, ইসলামপুর, ঘোড়াদিয়া ও উলুসারা গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
বুধবার স্থানীয় সাংসদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, টোক ইউনিয়নের ৯০ ভাগ বিদ্যুতায়ন হয়েছে। আগামী জুন মাসের মধ্যে কাপাসিয়ায় শত ভাগ বিদ্যুতায়ন হবে। গ্রাহক ১৮ হাজার থেকে ৭২ হাজারে উন্নীত হয়েছে।
পল্লী বিদ্যুতের কাপাসিয়া জোনাল অফিসের ডিজিএম সেলিনা আক্তার জানান, ওই চার গ্রামের ৬১৬ জন নতুন গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে।
টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম প্রমুখ।
এর আগে সকালে ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও এক কিলোমিটার পাকাকরণ রাস্তার উদ্বোধন করেন সাংসদ।