চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি : সাংসদ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মামলা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শারীরিক কাঠামো বিকৃত করে ছবি টানানোর অভিযোগে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দীন আহমেদ রবি মামলাটি করেন।
আদালত অভিযোগটি পুলিশের এডিসি বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী অভিযোগ করেন, সাংসদ এম এ লতিফ তার বডির সঙ্গে বঙ্গবন্ধুর মাথা বসিয়ে দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। তিনি জাতির জনকের সঙ্গে ফাজলামি করেছেন।
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর করেন। তার সফর উপলক্ষে স্থানীয় সাংসদ এম এ লতিফ আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগান। এসব ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়।