ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধে কাপাসিয়ার হাবিবুরের ছেলে তাইয়্যেব

আলোকিত প্রতিবেদক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রতিরোধ যুদ্ধ চলছে।

ইউক্রেনীয়দের পাশাপাশি সে দেশে বসবাসরত অন্য দেশের নাগরিকরাও কর্তব্যবোধ থেকে জীবন বাজি রেখে লড়াই করছেন।

তাদের একজন হলেন বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ তাইয়্যেব।

হাবিবুর ৩২ বছর ধরে ইউক্রেনে আছেন। থাকেন দেশটির রাজধানী কিয়েভের নিপ্রোস্কি এলাকায়।

কাপড়ের ব্যবসায়ী হাবিবুর ইউক্রেনের নাগরিক ইলোনাকে বিয়ে করেন। দুই ছেলের মধ্যে তাইয়্যেবের বয়স ১৮ বছর পার হয়েছে।

হাবিবুর সাংবাদিকদের জানান, তাইয়্যেব পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ইউক্রেনে হামলা শুরু হলে ছেলে তাদের তীব্র আপত্তি উপেক্ষা করে যুদ্ধে যোগ দেন।

তিনি বলেন, যুদ্ধ শুরু হলে ১৮ থেকে ৬০ বছর বয়সী সবার যুদ্ধে যাওয়া এক প্রকার বাধ্যতামূলক। তাইয়্যেব আইনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

হাবিবুর জানান, তার ছেলে কিয়েভ থেকে ১৫০ কিলোমিটার দূরে ইরপিন এলাকায় আছেন। সেখানে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে।

তিনি আরও বলেন, যে দেশে ছেলেটার জন্ম হল, সেই দেশের মানুষকে রক্ষার জন্য যুদ্ধে গেছে। এই ভেবে মনে সাহস জোগাই।

আরও খবর