নন্দিত পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই

বিনোদন প্রতিবেদক : নন্দিত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই।

সোমবার সকাল সোয়া আটটায় তিনি রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খোকন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তিনি মুখগহ্বরের ‘মোটর নিউরো ডিজিস’ রোগে আক্রান্ত হয়েছিলেন।

উন্নত চিকিৎসার জন্য খোকনকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছিল।

পরে ওই রোগের চিকিৎসা নেই বলে চিকিৎসকরা তাকে দেশে পাঠিয়ে দেন।