কাপাসিয়ায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরদের হাতে মাস্টার চাবি!
আলোকিত প্রতিবেদক : কাপাসিয়ার টোক এলাকার গ্রামীণফোন ও রবি কোম্পানির টাওয়ার থেকে সোমবার ভোরে ৫২টি ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করেছিলেন পাঁচ চোর।
পরে উপজেলার চাঁদপুর বাজারে ব্যারিকেড দিয়ে তাদেরকে পিকআপসহ আটকিয়ে গণপিটুনি দেন জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আটককৃতরা হলেন : ভোলা সদরের দুই ভাই পারভেজ (২৫) ও ফারুক (২২), পাবনার সাঁথিয়ার আমিনুল (৩৬), কুমিল্লার হোমনার সাইদুল (২০) ও সুমন (২২)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, পারভেজ, ফারুক ও আমিনুল গ্রামীণফোন ও রবির কর্মচারী ছিলেন। তাদের কাছে টাওয়ারগুলোর মাস্টার চাবি আছে। তারা ওই চাবি দিয়ে বিভিন্ন এলাকার টাওয়ার থেকে ব্যাটারি ও মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিলেন।