গাজীপুরের কড্ডায় ফেলা হচ্ছে কালিয়াকৈরের বর্জ্য, নেতার ফায়দা!

নিজস্ব প্রতিবেদক : গাজীপু‌র সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নিজেরাই ধুঁকছে।

তার ওপর নগরীর কড্ডা এলাকার ময়লার ভাগাড়ে কা‌লিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন বাসা-বাড়ির আবর্জনা ফেলা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজার, পূর্ব মৌচাক, মাজার রোড, মৌচাক বাজার ও আন্দার মানিকসহ বিভিন্ন এলাকা থেকে টনের টন বর্জ্য কড্ডা ভাগাড়ে আসছে। পর্যাপ্ত জায়গা না থাকায় বর্জ্যের স্তূপ ১৫ ফুট উঁচু হয়ে গেছে।

শফিকুল, রুবেল, আজিজুল, খায়রুল, মোস্তফা ও রাজুসহ আটজন ঠিকাদার ১১টি ভটভটি দিয়ে বর্জ্য এনে ফেলছেন। স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন তা দেখেও না দেখার ভান করছেন।

এতে একদিকে বাড়ছে পরিবেশ দূষণ। অপরদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী।

ঠিকাদারদের একাধিক কর্মচারী জানান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সবুজ মাসে গাড়িপ্রতি ১৫ হাজার টাকা করে নেন। তিনি সব দেখেন।

জানতে চাইলে সবুজ অভিযোগের সত্যতা স্বীকার করে নিউজ না করার অনুরোধ করেন।

এ ব্যাপারে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প‌রিদর্শক মদন চন্দ্র দাস আলোকিত নিউজকে বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সিটির বর্জ্য অপসারণ কষ্টসাধ্য। অন্য কেউ বর্জ্য ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর