গাজীপুরে ঠিকাদার সাঈদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ঠিকাদার আবু সাঈদ হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন : ইয়াকুব (৩৫), হান্নু (৩৬), দেলু (৩৬), মনির (৩৩) ও ইকবাল (৩৩)।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হলেন মাসুদ ওরফে মাইছ্যা (২৮)।
আসামিদের মধ্যে দেলু ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, মহানগরীর ধীরাশ্রম এলাকার মাটি সরবরাহকারী আবু সাঈদকে (৪২) পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ১৭ জুন সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন তার লাশ রেললাইনের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।