মোশতাক, জিয়া ও এরশাদ অবসর সুবিধা পাবেন না

আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্ত মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা ও মন্ত্রীর সমমর্যাদায় চিকিৎসা ভাতা পাওয়ার বিধান রেখে জাতীয় সংসদে ‘অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৬’ পাস হয়েছে।

ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও তারা এ সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

তবে বিলের ৬ নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ এ সুবিধা পাবেন না।

মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বিলটি পাস করার প্রস্তাব করেন মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মতিয়া চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

আরও খবর