নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, গ্রেফতার ৫
আলোকিত প্রতিবেদক : নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাজাপাড়া এলাকার সুলতান আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট একটি বোমা নিষ্ক্রিয় করে।
এর আগে শুক্রবার রাতে সোনারায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন অহিদুল ইসলাম (২৬), অহেদ আলী (৩০), আবদুল্লাহ আল মামুন ওরফে সুজা (২৬), জাহিদুল ইসলাম (২৮) ও নূর আমিন (২৮)।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে র্যাবের একটি দল গিয়ে অভিযান চালায়।