গাজীপুরের সাফারি পার্কে জন্ম নিল ফুলকলি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি হাতি শাবকের জন্ম হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শাবকটির জন্ম হয়। এ নিয়ে হাতি পরিবারের সদস্য সংখ্যা আটটিতে দাঁড়াল।
পার্কের ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরী জানান, বেলকলি নামের মা হাতি একটি মাদি বাচ্চা প্রসব করে। বাচ্চাটি জন্মের ২৫-৩০ মিনিটের মধ্যে ওঠে দাঁড়ায়। জন্মের সময় ওজন হয় ৫৫ কেজি।
পার্কে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আনা এশিয়াটিক হাতির মধ্যে দুটি পুরুষ ও চারটি মাদি হাতি রয়েছে। গত বছরের ২৭ আগস্ট বনমাধুরীর জন্ম হয়।
তিনি আরও জানান, হাতি শাবকরা তিন-চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। তবে এক বছর পর দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়ার চেষ্টা করে।
প্রসবের পর মা হাতি হিংস্র হয়ে ওঠে। তখন বাচ্চার কাছে কাউকে ভিড়তে দেয় না। নতুন শাবকের নাম মায়ের সাথে মিল করে ফুলকলি রাখা হতে পারে।