শ্রীপুরে গাড়িচাপায় ছাত্রলীগ কর্মী ও লিফটের গর্তে পড়ে ছাত্র নিহত

সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের চাপায় এক ছাত্রলীগ কর্মী ও ছাদ থেকে লিফটের গর্তে পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের সাটিয়াবাড়ী এবং তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান রাহাত (২০) শ্রীপুর পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন।

আর নিহত রাকিব হাসান (২২) ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তিনি আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

পৌর যুবলীগ নেতা আশরাফুল আলম ওয়াসিম জানান, রাহাত ও সাইদুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল পড়ে যায়।

এ সময় একটি প্রাইভেটকার চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাহাত মারা যান। পা ভেঙে যাওয়ায় সাইদুরকে ঢাকায় রেফার্ড করা হয়।

অপরদিকে রাকিব জৈনাবাজারের নবনির্মিত উপশহর মার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় মোবাইলে কল আসলে তিনি কথা বলতে বলতে চার তলার ছাদে ওঠেন।

এক পর্যায়ে ছাদ থেকে পা ফসকে তিনি নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যান। চিৎকার শুনে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ব্যবসায়ীরা জানান, ওই মার্কেটের মালিক ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার। লিফটের গর্তটি অরক্ষিত অবস্থায় ছিল।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহত রাকিবের সঙ্গে তার এক বন্ধু ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর