দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার সম্পদ ক্রোকের নির্দেশ

আলোকিত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতের বিশেষ জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল জানান, আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গত ১ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সম্প্রতি তাদের পলাতক থাকার প্রতিবেদন আদালতে এসেছে।

এ নিয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত আসামিদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

আরও খবর