জিকা ভাইরাস : এডিস মশার বিরুদ্ধে ব্রাজিলের যুদ্ধ ঘোষণা!

ডেস্ক নিউজ : জিকা ভাইরাসের প্রাদুর্ভাব আমেরিকা অঞ্চলে সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ পাওয়া গেছে ব্রাজিলে।

দেশটিতে কয়েক শত শিশু অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে।

এ অবস্থায় জিকা ভাইরাসের জন্য দায়ী এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল।

বিবিসির খবরে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, এর আওতায় দেশের হাজার হাজার সেনা সদস্য ও সরকারি কর্মচারীরা বাড়ি এবং কর্মস্থলে মশা নিধনে অংশ নেবেন।

কারণ এই মশা সাধারণত লোকজনের আবাসস্থলের আশপাশেই বংশবৃদ্ধি করে থাকে।

প্রেসিডেন্ট রুসেফ বলেন, এটা এমন একটি লড়াই, যাতে পরাজিত হওয়া চলবে না।

তার মতে, যেহেতু বিজ্ঞান এখনো জিকাবিরোধী টিকা আবিষ্কার করতে পারেনি, সেহেতু এই রোগ মোকাবেলার একমাত্র পদক্ষেপ হচ্ছে মশার বিরুদ্ধে লড়াই করা।